চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী তরুণীর নাম মুক্তা আকতার (২৫)।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন।

ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Scroll to Top