চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট’ গ্রুপ খুলে বাসায় আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টায় নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পী (২২)। অন্যজন শিশু হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহাম্মদ।
তিনি জানান, গত ৬ নভেম্বর এক ব্যবসায়ীর সাথে ভিআইপি সিক্রেট গ্রুপের নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। গত ৯ ডিসেম্বর রাত ১০টায় ওই ব্যবসায়ীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় যাওয়ার পর তার অন্য সহযোগীরাসহ ব্যবসায়ীকে আটক করে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা চাঁদা আদায় করে বাকি টাকা এনে দিতে বলে ছেড়ে দেয়।
গতকাল দিবাগত রাত ২টায় পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ভিআইপি সিক্রেট গ্রুপের নাবিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ