চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের পর ফলে ব্যাপক পরিবর্তন এসেছে।
মঙ্গলবার (১১ জুন) প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলে দেখা গেছে, এই বোর্ডে ফেল থেকে নতুন করে পাস করেছে ১০২ জন।
গত ১২ মে প্রকাশিত ফলে ১ লাখ ২০ হাজার ৮৭ জন পাস করার কথা জানিয়েছিল শিক্ষাবোর্ড। পুনঃনিরীক্ষণের পর তাদের সঙ্গে যুক্ত হলো আরও ১০২ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান পুনঃনিরীক্ষণের ফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার ২৮ হাজার ৩৫১ জন শিক্ষার্থী ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। তাদের মধ্যে নম্বর পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জনের। তাদের মধ্যে নতুন করে পাস করেছে ১০২ জন। এদের মধ্যে একজন জিপিএ ৫ পেয়েছে।
এবার চট্টগ্রামে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী এসএসসিতে বসেছিল। পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। এখন নতুন করে ১০২ জন পাস করায় সেই হারও সামান্য বাড়ল।
চাটগাঁ নিউজ/এআইকে