পড়া হয়েছে: ৫৮
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ১০০০ পিচ ইয়াবাসহ মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮) ও মো: আব্দুল্লাহ (৩৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) নগরীর বরিশাল বাজার এলাকার থেকে তাদের আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার রায়হান টাওয়ারের সামনে রাস্তার উপর থেকে ঐ দুই মাদক কারবারিকে ইয়াবা সহ আটক করা হয়।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, উক্ত আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমআর