চট্টগ্রামে ইয়াবার মামলায় দুই নারীসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলায় দুই নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (২৩ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- জোহরা খাতুন ও নূর নাহার এবং মো. আইয়ুব।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর নগরীর বাকলিয়া থানার ড্রামপট্টি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। এই ঘটনায় করা মামলায় ৩ জনের বিরুদ্ধে একই ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরের বছরের ১৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, বাকলিয়া থাকার ১৫ হাজার পিস উদ্ধারের মামলায় ৬ জনের সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আইয়ুব, জোহরা খাতুন ও নূর নাহারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি তিনজনই জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top