পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
এই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এসএম আল মামুনকে নৌকা প্রতীক, জাপার মো. দিদারুল কবিরকে লাঙ্গল প্রতীক, তৃণমূল বিএনপির মো. খোকন চৌধুরীকে সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ কংগ্রেসের শহীদুল ইসলাম চৌধুরীকে ডাব প্রতীক, ইসলামিক ফ্রন্টের মো. মোজাম্মেলকে চেয়ার প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেনকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পেয়ে প্রার্থীগণ উচ্ছ্বসিত এবং সকলেই বিজয়ী হতে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন।