চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে কে কোন প্রতীক পেলেন

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।

এসময় বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতাকে নৌকা প্রতীক, সুপ্রিম পার্টির মুহাম্মদ নুরুল আনোয়ারকে একতারা প্রতীক, জাসদের নুরুল আকতারকে মশাল প্রতীক, জাপার এমএ ছালামকে লাঙ্গল প্রতীক, ইসলামী ফ্রন্টের মুহাম্মদ উল্লাহ খানকে মোমবাতি প্রতীক, ইসলামিক ফ্রন্টের আবদুর রহিমকে চেয়ার প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরীকে ঈগল প্রতীক  ও এনপিপির মো. মোকতার আজাদ খানকে আম প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তবে ধারণা করা হচ্ছে, এবার আওয়ামী লীগের মনোনীত পার্থী মাহফুজুর রহমান মিতাকে জয়ী হতে বেশ কাঠখড় পোড়াতে হতে পারে। স্থানীয়দের ধারণা মাহফুজুর রহমান মিতার সাথে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন চৌধুরীর মাঝে এবারের মূল নির্বাচনী লড়াই হবে।

Scroll to Top