পড়া হয়েছে: ৫০
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৮৫ হাজার ৬২৪ ভোটে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এ ছাড়াও উক্ত আসনে মোট ১৫৭টি কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে মোহাম্মদ ছালেম পেয়েছেন ৩৮০ ভোট। মিনার প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯৪ ভোট। মোমবাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী হোসাইন পেয়েছেন ৩৬২ ভোট।
চাটগাঁ নিউজ/এমএসআই