চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. নজরুল ইসলামী চৌধুরীকে নৌকা প্রতীক, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে ট্রাক প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদকে মোমবাতি প্রতীক, বিএনএফের মো. গোলাম ইসহাক খানকে টেলিভিশন প্রতীক, বিএসপির মো. আইয়ুবকে একতারা প্রতীক, জাতীয় পার্টির আবু জাফর মো. ওয়ালিউল্লাহকে লাঙ্গল প্রতীক, তরিকত ফেডারেশনের মো. আলী ফারুকীকে ফুলের মালা প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আবুল হোসাইনকে চেয়ার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।