চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম–১০ (খুলশী, পাহাড়তলী, হালিশহর) আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দও দেওয়া হয়েছে।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুকে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলমকে ফুলকপি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদকে কেটলী প্রতীক, তৃণমূল বিএনপির মো. ফেরদাউস বশিরকে সোনালী আঁশ প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলমগীর হোসেন বঈদী মোমবাতি প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীনকে চেয়ার প্রতীক, সুপ্রিম পার্টির মিজানুর রহমানকে একতারা প্রতীক, জাতীয় পার্টির জহুরুল ইসলামকে লাঙ্গল প্রতীক , জাসদের মো. আনিসুর রহমানকে মশাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।