পড়া হয়েছে: ৩৬
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব পদে নিয়োগ পেয়েছেন বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব রেজাউল করিমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি।
সবসময় চেয়েছি সেবা প্রার্থীদের সঠিক ও দ্রুত সেবা নিশ্চিত করতে। আমি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাব। এজন্য সবার সহযোগিতা একান্ত কাম্য।