চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে পেশাদার যন্ত্র শিল্পীদের সংগঠন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে হিল্লোল রায় এবং সাধারণ সম্পাদক পদে সঙ্কলন বড়ুয়া নির্বাচিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সদরঘাটস্থ জুঁই কমিউনিটি সেন্টারে সংগঠনের এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে অনুজিত বড়ুয়া লিমন, নিখিলেশ বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক মিশন চক্রবর্তী, মাঈনুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক রুবেল বড়ুয়া, অর্থ সম্পাদক পিযুষ সেন, সহ অর্থ সম্পাদক পংকজ কুমার নাথ, প্রকল্প বিষয়ক সম্পাদক রণি বিশ্বাস, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অপু বড়ুয়া, প্রচার ও গনসংযোগ সম্পাদক সুজন বিশ্বাস, দপ্তর সম্পাদক দুলাল কান্তি চৌধুরী, কার্যকরী সদস্য অশোক কুমার চৌধুরী, প্রবীর দত্ত সাজু নির্বাচিত হয়েছেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/ইউডি