চট্টগ্রাম মাতাবেন জেমস, সঙ্গে আরও ৭ ব্যান্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। সাথে গাইবে আরও দেশের ৭টি ব্যান্ড দল।

আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন জেমস। দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে আসছেন এই রকতারকা। দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম ফূ্ল উৎসবের ‘গালা নাইট কনসার্টের’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গেল ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করেছিলাম। এ উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্টের’ আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী এতো বড় কর্মযজ্ঞ আপনাদের এবং চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

‘গালা নাইট কনসার্টে’ নিরাপত্তার জন্য আমরা ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল গান পরিবেশন করবেন।

জেলা প্রশাসক বলেন, এমএ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে ব্যবস্থা থাকবে।

মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা রাখা হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এমএ আজিজ স্টেডিয়াম উম্মুক্ত করে দেওয়া হবে। প্রথমে আমাদের যারা লোকাল গায়কেরা আছেন তারা গান পরিবেশ করবেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন ব্র্যান্ড শিল্পীরা গান পরিবেশন করবেন। আমরা আশা করছি আমাদের মূল গায়ক জেমস রাত ৯টা বা সাড়ে ৯ টায় মঞ্চে উঠবেন।

স্টেডিয়ামের ভেতরে আমরা কিছু স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখবো। যাতে দর্শকদের কোন সমস্যা না হয়। এছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্কিনের ব্যবস্থা থাকবে। যাতে বাহিরের দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top