চট্টগ্রাম মহানগরে শিবিরের ২ কমিটি ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বিকেলে নগরীর দেওয়ান বাজারে সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে নগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন মনোনীত হন।

অন্যদিকে রোববার বিকেলে নগরীর চন্দনপুরায় ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সদস্যদের ভোটের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তানজির হাসান জুয়েল। এছাড়া অন্যন্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করেন সদ্য সভাপতির দায়িত্ব পাওয়া তানজির হাসান জুয়েল।

কমিটির বাকি পদগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top