‘চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠবে আগামীর বাংলাদেশ’

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব

চাটগাঁ নিউজ ডেস্ক : বন্দর কেন্দ্রিক ব্যাপক বিনিয়োগ আসছে। বন্দরে বিনিয়োগ হওয়া মানে এ অঞ্চলের উন্নতি তথা দেশের মানুষের কর্মসংস্থান হওয়া। সে জন্য আরও প্রশিক্ষিত জনবল তৈরি হবে। কাজেই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আগামীর বাংলাদেশ গড়ে ওঠবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের উন্নয়ন, অগ্রগতি মানে পুরো দেশের উন্নয়ন উল্লেখ করে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রামের উন্নয়নকে প্রধান্য দিয়ে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি মনে করেন, চট্টগ্রামের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বাড়লে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহণের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান। চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারণ চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন। আশা করা যায় সহসা প্রচুর বিনিয়োগ হবে চট্টগ্রাম ও বন্দর কেন্দ্রিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু, প্রেসক্লাব সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন প্রমুখ।

দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসেবে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদমাধ্যম। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ।

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান সম্পর্কে প্রশ্নের জবাবে ডেপুটি প্রেস সচিব আজাদ পরামর্শ দেন যে চট্টগ্রামের সাংবাদিকরা বাজারের গতিশীলতার একটি পরিষ্কার চিত্র জনসাধারণকে সরবরাহ করার জন্য পণ্য আমদানির বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান এবং প্রতিবেদন করতে পারে। বিশেষ করে চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দ্রব্যমূল্য নিয়ে কোন ধরণের কারসাজি করছে তা সঠিক তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে পারে চট্টগ্রামের সাংবাদিকরা।

তিনি আরও বলেন, ‘গণহত্যার অভিযোগে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি শেখ হাসিনা ভারত থেকে সহিংসতার উসকানি দিচ্ছেন। পরোয়ানা জারির পর বাংলাদেশও তাকে প্রত্যর্পণের জন্য ভারতকে একটি নোট মৌখিক ইস্যু করেছে, কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে বলতে গিয়ে উপ-প্রেস সচিব বলেন, সরকার ইতিমধ্যে একাধিক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

তিনি আরও বলেন, সরকারের সিএ প্রেস উইং সক্রিয়ভাবে ভুল তথ্য এবং ভুয়া খবরের বিরুদ্ধে কাজ করছে। এমনকি বিশ্বব্যাপী স্বনামধন্য মিডিয়া আউটলেটগুলি বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছিল। প্রেস উইং বিষয়টিকে জোরালোভাবে মোকাবেলা করেছিল, সেই মিডিয়া হাউসগুলিকে তাদের ভুল তথ্য প্রত্যাহার করতে পরিচালিত করেছিল।

জাহিদুল করিম কচি এমএ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রীড়া সংস্থার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top