‘চট্টগ্রাম প্রতিদিন’ অফিসে হামলা চেষ্টার প্রতিবাদ সিইউজের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টার ঘটনা শুধু ন্যাক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপরই হামলা। এই ধরণের হামলা চেষ্টা সাংবাদিকতার মর্যাদাও ক্ষুণ্ন করে। চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টা ও গণজমায়ত করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য নেতৃবৃন্দ আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top