পড়া হয়েছে: ৭৪
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কাস্টমসে নতুন কমিশনার হিসেবে যোগ দিচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মো. জাকির হোসেন। অপরদিকে বর্তমান কমিশনার মো. ফাইজুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা) দক্ষিণে বদলি করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট চট্টগ্রামের কমিশনার ম. সফিউজ্জামানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট ঢাকা–২ এ বদলি করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেট ঢাকা–২ এর বর্তমান কমিশনার মো. মাহফুজুল হক ভুঞাকে।