চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ সংঘর্ষ সৃুত্রপাত বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইপিজেড ও তার আশপাশের এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল।
তিনি বলেন, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু প্রবেশ করে। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। দুইজন ওখান থেকে বের হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে।
তিনি আরো বলেন, ওই সড়ক দিয়েই নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। নির্মাণ শ্রমিকদের তারা বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। ঘটনাস্থলে সেনাবাহিনী-র্যাবের সদস্যরা উপস্থিত আছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
চট্টগ্রাম শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ইপিজেডের উত্তেজিত কারখানা শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে টিম আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
চাটগাঁ নিউজ/জেএইচ