চাটগাঁ নিউজ ডেস্ক: পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার অপরাধে দায়েরকৃত মামলাটি থেকে রেহাই পাচ্ছেন না যুক্তরাষ্ট্র্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি নিউইয়র্কের একটি আদালতে মামলাটি প্রত্যাহারের জন্য তিনি আবেদন করেছিলেন। তবে তাঁর এই আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। তাই আপাতত ঘুষ মামলা থেকে মুক্তি পাচ্ছেন না ট্রাম্প।
সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছিলেন, সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার করা যাবে না। এটির ওপর ভিত্তি করে ট্রাম্পের আইনজীবীরা ঘুষ প্রদানের মামলা বাতিল চেয়েছিলেন।
অভিযোগ রয়েছে, ২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছেন। ট্রাম্প যেহেতু ফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাই এ মামলার রায় ঘোষণা করা হয়নি।
চাটগাঁ নিউজ/ইউডি