পড়া হয়েছে: ৫২
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকায় অবৈধভাবে একটি গভীর নলকূপ স্থাপন করে পানি সংগ্রহের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
অপরদিকে, একই অভিযানে অবৈধ গভীর নলকূপটি লাইসেন্সের আওতায় এনে ১ লাখ টাকা বকেয়া রাজস্ব আদায় করা হয়। তাছাড়া বকেয়া পানির বিল পরিশোধ না করার কারণে এক ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ