ঘরোয়া টেস্টে প্রথম নারী সেঞ্চুরিয়ান নিগার সুলতানা

চাটগাঁ নিউজ ডেস্ক: ঘরোয়া টেস্টে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এখন দেশের প্রথম সেঞ্চরিয়ান।

আজ (সোমবার) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি।

২০ টি চার, ২ ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা জ্যোতি। নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি।

ম্যাচ শেষে জ্যোতি বলেন, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে বড় একটা মাইলফলকের তৌফিক আমাকে দিয়েছেন। সেটা বাস্তবায়ন করতে পেরে খুব খুশি। গতকাল (রোববার) অনেকেই সেঞ্চুরি মিস করেছে অন্য ম্যাচে। মাঠ ছাড়ার সময় জানতে পারি, আমার ৮৫ রান হয়েছে। অনেকেই বলছিল, সেঞ্চুরি সম্ভব। আমিও চিন্তা করলাম, আরেকটু ধৈর্য্য নিয়ে ব্যাটিং করলে সেঞ্চুরি করা যাবে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top