চাটগাঁ নিউজ ডেস্ক : বৃহত্তর চট্টগ্রামে শিল্প ও আবাসিক খাতে চলমান গ্যাস সংকট ও গ্রাহক ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এর প্রতি আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ।
বুধবার (৩ জানুয়ারি) চিঠির মাধ্যমে চিটাগাং চেম্বার সভাপতি এ আহবান জানান।
চেম্বার সভাপতি চিঠিতে বলেন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিন গড়ে প্রায় ৪০০-৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও আমরা এর বিপরীতে মাত্র ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান পেয়ে আসছি। যোগানকৃত এ গ্যাসের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটের অধিক গ্যাস কেবলমাত্র ২টি সার কারখানা ও ১টি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে। অবশিষ্ট গ্যাস নগরীর বিশাল সংখ্যক আবাসিক গ্রাহক, শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে বিভিন্ন কৌশলগত পদ্ধতি অবলম্বন করে বন্টন করা হচ্ছে। এতে করে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে শিল্প কারাখানা ও নগরীর বিশাল জনগোষ্ঠি সম্বলিত আবাসিক খাত মারাত্মক গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণসহ জনসাধারণের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি।
চাটগাঁ নিউজ/এসএ