গোলপাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ ঘোষণার দাবিতে স্মারকলিপি

চাটগাঁ নিউজ ডেস্ক: ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে গোলপাহাড় মোড়কে ‘মহিম চত্বর’ঘোষণার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)নগরীর গোলপাহাড় মোড়কে  ছাত্রনেতা শহিদ মহিম উদ্দিন চত্বর বাস্তবায়ন কমিটি টাইগারপাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর হাতে স্মারকলিপি দিয়েছে।

চসিক মেয়রের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান হেলাল আকবর চৌধুরী , সদস্য সচিব এম আর আজিম প্রমুখ।

তারা বলেন, ২০০৪ সালে বিচার বহির্ভূতভাবে ছাত্রনেতা মহিমকে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার।

তরুণদের মধ্যে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শের চেতনা ছড়িয়ে দিতে নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়কে মহিম চত্বর ঘোষণা দেওয়ার দাবি বাস্তবায়নে কমিটি কাজ করছে।

Scroll to Top