নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের হালিশহরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে স্বামী মো. জামিনের (২৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত হত্যাকাণ্ডে সহযোগী ভগ্নিপতি মো. মোস্তফাকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. জামিন কিশোরগঞ্জ জেলার করপাশ ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের দুলু বাড়ির শাহ আমিনের ছেলে। মো. মোস্তফা একই জেলার নিকলী থানার দামপাড়া গ্রামের সুন্দরবন মোড় রফিকের বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদী আব্দুল মালেকের বড় মেয়ে রাবেয়া খাতুনের ১৩ বছর আগে বিয়ে হয়। ওই সংসারে দুই কন্যা সন্তান রেখে তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়। পরে ২০২২ সালে মো. জামিনের সাথে বিয়ে হয় তার। তারা নগরের হালিশহর থানার এক নম্বর লেইনে ভাড়া বাসায় থাকতেন। রাবেয়াকে প্রায় সময় মারধর করতো জামিন। ২০২৩ সালের ১০ জানুয়ারি এনজিও থেকে টাকা তোলার কথা বলে রাবেয়াকে তার জামিনের চাচার বাসায় নিয়ে যায়। সেখানে একটি ফর্মে স্বাক্ষর দিতে বললে রাবেয়া অস্বীকৃতি জানিয়ে তর্ক করে বাসায় চলে যায়। পরে ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীর নাতনি মিম আক্তার জান্নাত জানায়, তার বাবা চাকু নিয়ে ঘরে প্রবেশ করেছে। এরমধ্যে রাবেয়া রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বেরিয়ে তার বাবাকে জানায়, তার স্বামী ছুরিকিাঘাত করেছে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৩ সালের ১৫ জানুয়ারি আব্দুল মালেক বাদী হয়ে নগরের হালিশহর থানায় মো. জামিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুফল কুমার দাশ। অভিযোগপত্রে মো. জামিন এবং তার সহযোগী মো. মোস্তফাকে অভিযুক্ত করা হয়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. আবুল কালাম আজাদ জানান, গৃহবধূ রাবেয়া খাতুন হত্যা মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিজ্ঞ আদালত তার স্বামী মো. জামিনকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। একই মামলার অপর আসামি জামিনের ভগ্নিপতি মো. মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তাকে। রায় ঘোষণা শেষে কারাদণ্ডাদেশপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ