চাটগাঁ নিউজ ডেস্ক: হামাস ইসরায়েলের অভ্যন্তুরে প্রবেশ করে হামলা চালায় গত ৭ অক্টোবর। এরপর অক্টোবরের শেষ দিকে উত্তর গাজা দিয়ে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত ১০৫ সেনাকে হারিয়েছে ইসরায়েল। এরমধ্যে ২০ জনই নিহত হয়েছেন নিজেদের মধ্যে ভুলবশত গুলিবিনিময় ও দুর্ঘটনায়। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান পাওয়া গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ভুলবশত নিজেদের দিক থেকে গুলি ও বোমাবর্ষণের কারণে ১৩ জন নিহত হয়েছেন। দুই জন নিহত হয়েছে মিসফায়ারে। একজন মারা গেছেন অনিচ্ছাকৃত বন্দুকযুদ্ধে।
তাছাড়া আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সাজোয়াযানের চাপায়। বাকি দুই জন নিহত হয়েছেন ইসরায়েলের ছোড়া গোলায়।
এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি।
এর আগে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা