গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৬

সিপ্লাস ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর মিছিল বেড়েই চলছে গাজা উপত্যকায়। ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৬ জনে। এর মধ্যে গেলো ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৫৬ জনের।

বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ২ হাজার ৭০৪ শিশু রয়েছে। এদিকে, গাজায় জাতিসংঘ পরিচালিত হাসপাতালগুলোয় আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে জ্বালানি। হুমকির মুখে ইনকিউবেটরে থাকা আরও ১৩০ শিশুর জীবন।

এছাড়াও মৃত্যুঝুঁকিতে রয়েছে ১৪০ আইসিইউ রোগী। মঙ্গলবার (২৪ অক্টোবর) এই শঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। জানায়, বুধবার (২৫ অক্টোবর) রাত থেকেই বন্ধ হয়ে যেতে পারে সংস্থাটি পরিচালিত হাসপাতালগুলোর কার্যক্রম। এমন পরিস্থিতি হলে তৈরি হবে চরম বিপর্যয়।

Scroll to Top