পড়া হয়েছে: ৪১
চাটগাঁ নিউজ ডেস্ক: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দেগাজার ইন্দোনেশীয় হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন আহত রোগী খাবার এবং পানির অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন, জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে উঠেছে। যেখানে আহত রোগীদের মৌলিক চাহিদা পূরণের অভাব রয়েছে।
এই রোগীরা ইসরায়েলি অবরোধের কারণে আরও বেশি কষ্টে আছেন। ফলে তাদের চিকিৎসা ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
এছাড়াও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অঞ্চলে ২৮ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না।
চাটগাঁ নিউজ/ইউডি