পড়া হয়েছে: ৪৩
চাটগাঁ নিউজ ডেস্ক: ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৩৮২-তে পৌঁছেছে।
ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০-তে পৌঁছেছে। এর আগে খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চারজন কর্মী নিহত হন।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরার।
চাটগাঁ নিউজ/ইউডি