গাজা যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে

চাটগাঁ নিউজ ডেস্ক: দেড় বছর ধরে গাজায় চলমান যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের শেষ নাগাদ পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যান যাচাই করে ইসরাইলের ব্যবসায়িক সংবাদপত্র কালকালিস্ট এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদােলু এজেন্সি।

প্রশ্ন উঠেছে, ১৫ মাস ধরে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি হত্যা করে ইসরাইল কি জয়ী হতে পেরেছে, তাও বিপুল অর্থ খরচ করে।

ইসরাইলের যুদ্ধ ব্যয়ের এই প্রতিবেদনে সামরিক অপারেশন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, ইসরাইল সরকারের কাছে এই পরিমাণ অর্থের চাপ দিনের পর দিন বাড়ছে। যুদ্ধের কারণে ইসরাইলের নিজের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। অনেক কারখানার উৎপাদন ও ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারণ, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী এই সংঘর্ষের ফলে ইসরাইলি অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে এবং এর পুনরুদ্ধারে সময় লাগবে।

ইসরাইলি সরকারের পক্ষ থেকে সামরিক ব্যয় বৃদ্ধি এবং গাজার পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এছাড়া,সামরিক অবকাঠামো এবং অস্ত্রের আমদানিতেও ব্যাপক খরচ হচ্ছে। এই খরচের চাপ দেশের অন্যান্য খাতেও প্রভাব ফেলছে, যেমন পর্যটন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়ন।

এছাড়া, যুদ্ধের মানবিক প্রভাব অত্যন্ত গভীর। গাজার মানুষের পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক, যেখানে লক্ষ লক্ষ মানুষ ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছে, বহু পরিবার ঘরছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top