গণভবনের লুটের মাল ফুটপাতে বিক্রি

টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণমাধ্যমে এমন খবর প্রচার হওয়ার পরই রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। শুরু হয় বিজয় উল্লাস। দখলে নেন গণভবন। এরপর শুরু হয় লুটপাট। এখন লুটের মালামাল বিক্রি হচ্ছে গণভবন সংলগ্ন ফুটপাতে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে গণভবন দখলে নিয়েছে ছাত্র-জনতার ঢল। ইতোমধ্যে সব বাধা পেরিয়ে গণভবনের অভ্যন্তরে ঢুকে পড়েছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, গণভবন থেকে লুটের মালামাল বিক্রি হচ্ছে গণভবন সংলগ্ন ফুটপাতে। স্মৃতি হিসেবে ধরে রাখতে অনেকে সেগুলো বিক্রেতাদের কাছ থেকে কেনে নেন নগদ টাকার বিনিময়ে।

 

এআইকে

Scroll to Top