পড়া হয়েছে: ৩৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে মারওয়া সুলতানা নাসরিন (২১) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জুন) রাত ১১টার দিকে খুলশীর মাস্টার লেন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারওয়া সুলতানা নাসরিন খুলশীর মাস্টার লেন এলাকার মনির হোসেনের মেয়ে। সে সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থি ছিল।
প্রাথমিকভকবে ধারণা করা হচ্ছে, বাবা-মা বকা দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব দে বলেন, খবর পেয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস