খাগড়াছড়িতে পর্যটকের বাস উল্টে আহত ২০

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলুটিলার পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইন ভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে বুকিংয়ের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায়।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে। আহতদের তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top