পড়া হয়েছে: ৩৯
সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় কাভার্ডভ্যান ও আমবোঝাই সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক বাছা মিয়া (৩৫) ও আম ব্যবসায়ী মো: মোতালেব (৪৫)। নিহত দু’জনই হাটহাজারীর মুনিয়াপুকুর এলাকার বাসিন্দা।
জানা যায়, মানিকছড়ি তিনট্যহরী থেকে আম নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।