খাগড়াছড়িতে অপহৃত কাঠ ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার ২

চাটগাঁ নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির দীঘিনালা থেকে অপহৃত আমিনুল হক ভাসানী নামে এক কাঠ ব্যবসায়ীকে উদ্ধারের পর এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মুক্তা ধর। গ্রেফতারকৃতরা হলেন মো. রাকিব হোসেন ও মো. সহিদুল হোসেন।

এর আগে শনিবার (৩০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের ঐ কাঠ ব্যবসায়ীকে বাগান দেখানোর কথা বলে গহীন পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় অপহৃত ব্যবসায়ীর মোবাইল থেকে ফোন করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

অপহৃত ব্যবসায়ী আমিনুল হক ভাসানী জানান, সকালে দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকা বাগান দেখানোর কথা মোটরসাইকেলে করে আমাকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এসময় চার ব্যক্তি আমাকে শারীরিকভাবে নির্যাতন করে টাকা দাবি করে। আমার মোবাইল নিয়ে পরিবারের সদস্যদের কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ চায়। ঘটনার পর বিকেলে পুলিশ আমাকে উদ্ধার করে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top