চাটগাঁ নিউজ ডেস্ক: আত্মগোপনে থেকেও আর শেষ রক্ষা হলো না চট্টগ্রামের আলোচিত বাবুল হত্যা মামলার আসামি নূর আলম সুমনের (৩৮)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযানে আলোচিত বাবুল হত্যা মামলার আসামি নূর আলম সুমনকে (৩৮) খাগড়াছড়ির উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, গতকাল সোমবার ভোর রাতে খাগড়াছড়ি সদর থানাধীন খাগড়াছড়ি পৌরসভাস্থ উত্তর গঞ্জপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
গ্রেফতার সুমন বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন সৈয়দপাড়া এলাকার বাসিন্দা।
সিএমপি সূত্রে আরও জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে আসামি সুমন ভিকটিম বাবুলের দোকানের সামনে এসে দোকানের কর্মচারীদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে নেয়। এতে ভিকটিম তার কর্মচারীর মোবাইল ফোনগুলো ফিরে দিতে বললে আসামি সুমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভিকটিমকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে চলে যায়।
ওই দিন দুপুরে বায়েজিদ বোস্তামী থানাধীন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের পাশে জলদার পুল এলাকাস্থ তৈয়বের স্ক্র্যাপের দোকানের সামনে আসামি সুমন রাস্তার উপর ভিকটিম বাবুলকে একা পেয়ে হাতে থাকা ধারালো ছোরা দিয়ে পেটের মাঝখানে আঘাত করে। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত সুমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গত ১৭ সেপ্টেম্বর সকালে ৬.৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ভিকটিম সুমন। এ বিষয়ে ঐদিন নিহত বাবুলের ছেলে মোঃ জিসান বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মোঃ তারেক আজিজ জনান, ধৃত সুমনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে বায়েজিদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি