পড়া হয়েছে: ৫৯
সিপ্লাস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শেষ হয়েছে। এবার পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের ৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য প্রার্থীরা।
খাগড়াছড়ি-২৯৮ এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য রনবিক্রম ত্রিপুরা, চাইথেসং মারমা, সমীর দত্ত চাকমা, বাসন্তী চাকমা, যতীন্দ্র লাল ত্রিপুরা, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো: জসিম উদ্দিন চৌ, চিং কিউ রোয়াজ।