পড়া হয়েছে: ৪৯
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর কোতোয়ালী থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর নন্দনকানন এলাকা থেকে মো. শাহ আলম নামের এই আসামীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার শাহ আলম লালদীঘি মহল মার্কেটের মেসার্স ফয়সাল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার বাবার নাম হাজী নুর আহম্মদ।
এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক চাটগাঁ নিউজকে জানান, শাহ আলম চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আদালতের সাজার গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
চাটগাঁ নিউজ/এসবিএন