চাটগাঁ ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামতে যাচ্ছে। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে সাত দলের এই টুর্নামেন্টের।
যেখানে মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এবার চ্যাম্পিয়ন হবে কোন দল তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস?
বিপিএলের চলতি আসরে অংশ নিয়েছিল সাত দল- ফরচুন বরিশাল, চিটাগং কিংস, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। রাজশাহী-বরিশাল ম্যাচ দিয়ে গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে বড় এই আসরের।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষে ছিল ফরচুন বরিশাল। দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে। গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে চিটাগংকে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বরিশাল। তবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় আরও একটি সুযোগ পায় বন্দরনগরীর দল চিটাগং।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স এলিমিনেটর ম্যাচ খেলেছে। ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে রংপুরকে বিধ্বস্ত করে ফাইনালে খেলার আশা টিকিয়ে রাখে মেহেদী হাসান মিরাজের খুলনা। তারা ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চিটাগংয়ের মুখোমুখি হয়েছিল। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচে এবার আর জিততে পারেননি মিরাজরা। শেষ বলে হেরে বিদায় নিতে হয়েছে খুলনাকে; চিটাগং পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে।
বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। গত আসরে (২০২৪) তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। চলতি আসরেও ট্রফি জিততে উন্মুখ হয়ে আছেন তামিমরা। ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মেয়ার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দারুণ ছন্দে আছেন ডেভিড মালান। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তামিম ইকবাল। বরিশালের হয়ে ১৩ ইনিংসে সর্বাধিক ৩৫৯ রান করেছেন এই ওপেনার। এ ছাড়া মালান ৮ ইনিংসে ৩১৫, মাহমুদউল্লাহ ৭ ইনিংসে ১৯৯, মুশফিক ৮ ইনিংসে ১৬৮, তাওহিদ হৃদয় ১২ ইনিংসে ২৮০ রানের ইনিংস খেলেছেন। বোলিংয়ে দুর্দান্ত করছেন ফাহিম আশরাফ। পাকিস্তানি পেসার ১১ ইনিংসে সর্বাধিক ২০ উইকেট নিয়েছেন। স্থানীয়দের মধ্যে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ১১ ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বরিশাল ও চিটাগং। তাতে দুই জয়ের বিপরীতে তামিমের দল হেরেছে ১ ম্যাচ। প্রথম পর্বের শেষ ম্যাচে ২৪ রানে হারলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগংকে উড়িয়ে দিয়ে ‘মধুর’ প্রতিশোধই নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালেও সেই ছন্দ ধরে রাখার আশা তাদের।
গতকাল অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার দলের সেরা ব্যাপার হচ্ছে রিল্যাক্স আছি। আমরা জানি যে আমাদের কী করতে হবে। এটাই দেখার বিষয়, আমরা বাস্তবায়নটা করি কত ভালোভাবে। যদি আমরা সেটা ভালো করতে পারি, তাহলে আমাদের দিকেই আসবে সব কিছু।’
গত বছর বিপিএলে চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে ট্রফি বরিশাল নিয়ে যাওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মিজানুর রহমান। শেষ পর্যন্ত ট্রফি জিতলেও নেওয়া হয়নি। এবারও একই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এ বিষয়ে তামিম বলেন, ‘যদি হতে পারি (চ্যাম্পিয়ন), তাহলে তো পরিকল্পনা আছেই…। আল্লাহ যদি রহমত করে, অবশ্যই।’
তামিম চট্টগ্রামের ছেলে। তিনি খেলছেন বরিশালের হয়ে। এদিকে ফাইনালে উঠেছে চিটাগংও। সমর্থকরা কাকে সমর্থন করবেন এ নিয়ে দ্বিধায় আছেন।
তামিম বলেন, ‘যদি আমি সত্যি বলি চট্টগ্রামের (মানুষদের) তাদেরই (চিটাগং কিংস) সাপোর্ট করা উচিত। আমি ব্যাটিংয়ে নামলে হয়তো একটু চিয়ার করতে পারে। কিন্তু চিটাগং ফাইনাল খেলছে, চট্টগ্রামের মানুষ তাদের নিজেদের দল সাপোর্ট করবে, এটাই প্রত্যাশা করি।’
এদিকে ২০১৩ আসরের পর ফের বিপিএলের ফাইনালে চিটাগং কিংস। আর একটি ম্যাচ জিতলেই প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পাবে বন্দরনগরীর দলটি। মোহাম্মদ মিঠুনের চাওয়া, বরিশালকে হারিয়ে দলকে চ্যাম্পিয়ন করা। ফাইনালে ব্যাটিংয়ে ইমন, শামীম, ক্লার্ক ও বোলিংয়ে খালেদ, আল ইসলাম, শরিফুল, আরাফাত সানীদের কাছ থেকে সেরাটা চান চিটাগং অধিনায়ক।
চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ