কুতুবদিয়ার পশ্চিমে নোঙর করা এলপিজি জাহাজে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিমে নোঙর করা একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটি তরল গ্যাসে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও জাহাজটি দাউ দাউ করে জ্বলছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুন লাগার বিষয়টি সঠিক। আমরা উর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। ঘটনাস্থলে নৌবাহিনী এবং কোস্ট গার্ড কাজ করছে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম নামে এক সাংবাদিক  বলেন, কুতুবদিয়া পশ্চিমে নোঙর করা জাহাজে আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। অনেক দূর থেকে স্পষ্ট আগুন জ্বলতে দেখা গেছে নোঙর করা জাহাজে। যেখানে লাইভের মাধ্যমে দেখিয়েছি ধাউ ধাউ করে আগুন জ্বলার দৃশ্য।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top