কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভারতীয় কৌতুক অভিনেতা

সিপ্লাস ডেস্ক:ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতীয় কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও। ‘দ্য কপিল শর্মা’ শোর কারণে ছোট পর্দার দর্শকের কাছে জনপ্রিয় তীর্থানন্দ। শোতে নানা পাটেকরের মিমিক্রি করে খ্যাতি পেয়েছেন তিনি।

দিন কয়েক আগে তীর্থানন্দ আত্মহত্যার চেষ্টা করলেও খবরটি আজ বুধবার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

তীর্থানন্দ রাও অনেক দিন ধরেই এক নারীর সঙ্গে প্রেম করছিলেন। ফেসবুক লাইভে এসে ওই নারীর বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ করে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তীর্থানন্দ। তবে লাইভে তাঁকে আত্মহত্যার চেষ্টা করতে দেখে তীর্থানন্দের বন্ধুরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে হাসপাতালে ভর্তি করায়। ওই ঘটনার ধাক্কা কাটিয়ে তীর্থানন্দ এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তীর্থানন্দ বলেন, ‘আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। এখন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি।’
এই প্রথম নয়, আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তীর্থানন্দ।

২০২০ সালে লকডাউনের সময় আত্মহত্যার চেষ্টা নিয়ে তিনি বলেন, ‘তখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিলাম। কোনো কাজ ছিল না, পয়সাও ছিল না। এর ফলে ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছিলাম।’
২০১৬ সাল থেকে কপিল শর্মার সঙ্গে কাজ করেন তীর্থানন্দ।

Scroll to Top