নিজস্ব প্রতিবেদক : ইট-কংক্রিটের ব্যস্ত নগরে একটু প্রশান্তির খোঁজে মানুষের হাঁসফাঁস। বড়রা চান কোথাও বসে শান্তিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা নিশ্চিন্তে কোনো হাঁটার স্থান। ছোটরা চায় খেলার মাঠ। কিন্তু দিনশেষে সব চাওয়া ফিকে হয়ে আসে সুযোগের অভাবে। তবে নগরবাসীকে খানিকটা প্রশান্তি দিতে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।
আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ফৌজদারহাটের সাগরতীরে ডিসি পার্কে ১২৭ প্রজাতির ফুল নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে এই ফুল উৎসব। এতে দেশি-বিদেশি দুই লাখ ফুল সৌন্দর্য বিলাবে দশর্নার্থীর মাঝে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফুল উৎসব অনুষ্ঠিত হয়, যা চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দ্রুতই জনপ্রিয়তা পায় ১৯৪ একর সরকারি জমিতে গড়ে তোলা ডিসি পার্ক। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেছেন, ‘একটা সময় জায়গাটি মাদকসেবীদের আখড়া ছিল। আমরা এখন এটি ফুলবাগান হিসেবে গড়ে তুলে প্রতিবছর উৎসব করছি। গতবারের চেয়ে এবার মেলায় ফুলের সংখ্যা বাড়ানো হবে। আমরা চাই, আমাদের নতুন প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকে, পায় ফুলের সুবাস।’
চাটগাঁ নিউজ/এসএ