কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী খাদ্য গুদাম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে সনাতনীদের ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সূর্য দেবতার পূজা উপলক্ষে সকাল হতে সন্ধ্যা অবধি এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা আয়োজন নিয়ে কমিটির সভাপতি প্রীতিষ চন্দ্র দে কাজল চাটগাঁ নিউজকে বলেন, প্রতি বছর মাঘ মাসের শুক্লা তিথিতে সূর্যদেবের পূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করে থাকি। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি রকমের মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খুন্তি, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের পসরা সাজিয়ে বসেন। এছাড়া মেলায় শিশুদের জন্য নাগর দোলাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন হয়ে থাকে।
মেলা আয়োজক কমিটির আয়োজনে এই সূর্যব্রত মেলায় শত শত পুণ্যার্থীদের ভীড় হয়। বিশেষ করে সনাতন সম্প্রদায়ের লোকজন ছাড়া বিপুল সংখ্যক পাহাড়ি সম্প্রদায়ের লোকজন এই মেলা আসেন কেনাকাটা করতে। বলতে গেলে পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয় এই সূর্যব্রত মেলা।
চাটগাঁ নিউজ/এসবিএন