পড়া হয়েছে: ৪০
কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ বিশাখা তনচংগ্যা নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামস্থ বিশাখা তনচংগ্যার বসতঘরের শয়ন কক্ষ থেকে আটক করা হয় তাকে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম চাটগাঁ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা আসামীর অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার ঘর থেকে ২৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়।
তিনি আরো জানান, অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন