কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে মঙ্গলবার( ১২ নভেম্বর) হতে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাসুদ আহমেদ চৌধুরী সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি সহ মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, এবার কাপ্তাই উপজেলার ৭৫৫৫ হাজার জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।
উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ১২১ টি কেন্দ্রে একযোগে নির্ধারিত বয়স ভিত্তিক শিশুদের দুটি আলাদা রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে । এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র থাকবে এবং এ কেন্দ্র থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরবর্তী ৪দিন বাদ পড়া শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।