কাপ্তাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: ২০২৩- ২০২৪ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৫ টি ইউনিয়ন এর  ২ শত ৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, চিনাবাদাম, ভুট্টা ও সূর্যমুখী বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) উপজেলা কৃষি অফিস চত্বরে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষি কমিটির আহবায়ক অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক উপস্থিত থেকে কৃষকদের হাতে এই কৃষি উপকরণ তুলে দেন।

এসময়  উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং কাপ্তাইয়ের ৫টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ বলেন, “সরকারের পরিকল্পনার অংশ হিসেবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে এই পাহাড়ী জনপদে সরিষার চাষাবাদ বৃদ্ধির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর কাজ করছি।”

পরে জাতীয়  ইঁদুর নিধন অভিযান ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Scroll to Top