কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় দুইটি দল অংশ নেন। এতে বিজয়ী হন স্নিগ্ধা ও তার দল।বিচারকদের মূল্যায়নে সেরা বিতার্কিক নির্বাচিত হন স্নিগ্ধা। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হাসান বাবু।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহাবুব আহমেদ শাহজালাল।
কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মাহবুব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির সহ সভাপতি ডা: প্রবীর খিয়াং, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এবং কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইশার আলী, রুপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও কমিটির সদস্য সাংবাদিক কবির হোসেন।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ