কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে নানা আয়োজন

কাপ্তাই প্রতিনিধি: জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ বিতরণ ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) সৈয়দ ফারহানা পৃথা’ র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মোঃ নাসির উদ্দীন,মহিলা  ভাইস চেয়ারম্যান  উমেচিং মারমা , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: বখতিয়ার মিয়া,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরণা রানী দেব প্রমুখ।

প্রধান অতিথি তারঁ বক্তব্যে যুবদের কে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সক্রিয় অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। চাকরী নামক সোনার হরিণের পিছনে  না ঘুরে  প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি গণ প্রশিক্ষণ সনদ বিতরণ ও আত্মকর্মী যুবদের মাঝে ৩৭০০০০/- টাকার  যুব ঋনের চেক বিতরণ করেন।

Scroll to Top