কাপ্তাই প্রতিনিধি: সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সারা দেশে ১৩ দিন ব্যাপী টিকা কার্যক্রম কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।
তারই অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গত (৩০ সেপ্টেম্বর) হতে ছাগলের পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) এই টিকা প্রদান কার্যক্রম শেষ হয় বলে জানান
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী।
তিনি বলেন, বৃহস্পতিবার পর্যন্ত কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে সর্বমোট ১৭ হাজার ২ শত টি ছাগল ও ভেড়াকে আমরা ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান করেছি। তৎমধ্যে ৩ থেকে ৪ মাসের উর্ধ্বে বয়সী ছাগল ও ভেড়াকে এই টিকা প্রদান কার্যক্রমের আওতায় নিয়ে এসেছি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: জাকিরুল ইসলাম বলেন, এই টিকা প্রদানের ফলে আমরা প্রাণীসম্পদ বিভাগ বিশ্বাস করি আগামী ১ বছর পর্যন্ত এই টিকার কার্যকারিতা থাকবে এবং পশুর মৃত্যুহার ব্যাপকভাবে কমে যাবে।
তিনি আরোও বলেন, গরুর জন্য ক্ষুরারোগ ও বাদলা,ছাগলের জন্য পিপিআর,হাঁসের জন্য ডাকপ্লেগ, কবুতরের জন্য রানীক্ষেত ও পিজিয়ন পক্স এবং মোরগ-মুরগির জন্য রানীক্ষেত টিকা যদি জনসাধারণ নিয়মিত প্রয়োগ করতো,তাহলে বাংলাদেশ প্রাণিসম্পদে ভরপুর এক রাষ্ট্রে পরিণত হতো।বাংলাদেশের অধিকাংশ পশু-পাখি এই কয়েকটি রোগের জন্যই মারা যায়।