পড়া হয়েছে: ৩১
রাঙামাটি প্রতিনিধি: ৫০ তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর ফুটবল খেলায় বালিকা বিভাগে কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উচ্চ বিদ্যালয়।
গত রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারানগিরি সরকারী উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয় বালিকা দল।
এর আগে গত ৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫০ তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করেন। এছাড়া উক্ত প্রতিযোগীতার ফুটবল বিষয়ে কাপ্তাইয়ের ৬টি বিদ্যালয়ের বালিকাদল অংশ নিয়েছে বলে জানান, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান।