পড়া হয়েছে: ৬৪
কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ে সহকারী রিটার্নিং অফিসার হতে ব্যালেট বাক্স বুঝিয়ে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে রওনা হলেন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট গ্রহ কর্মকর্তারা।
রবিবার সকাল ৬ টায় কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস হতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিউদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার ব্যালেট বাক্স ও ব্যালেট পেপার বুঝিয়ে দেন ভোট গ্রহণ কর্মকর্তাদের।
কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন, কাপ্তাইয়ের মোট ২২ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্রে আজ সকালে ব্যালেট বাক্স এবং ব্যালেট পেপার পাঠানো হয়েছে। শুধু মাত্র উপজেলা দূর্গম ৪ টি কেন্দ্রে গতকাল ব্যালেট বাক্স ও ব্যালেট পেপার পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর